Supreme Court On Vijay Shah Remarks: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টের তীব্র তিরস্কারের মুখে পড়েছেন মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী বিজয় শাহ। তাঁর বিরুদ্ধে করা এফআইআরের তদন্তে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের পুলিশের ডিজিকে। আদালতের নির্দেশ, আগামী ২৮ মে-র মধ্যে SIT-কে তাদের প্রথম রিপোর্ট জমা দিতে হবে।
বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি কোটিশ্বর সিংয়ের বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে, বিজয় শাহের মন্তব্য সমগ্র দেশবাসীর জন্য লজ্জার। আদালত বলেছে, "আপনি একজন জননেতা, একজন মন্ত্রী। সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য করার আগে আপনার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। ভিডিও আমরা নিজেরাই দেখেছি। আপনি ক্ষমা চেয়েছেন, কিন্তু সেটা কি কুমিরের কান্না? নাকি আইনি প্রক্রিয়া থেকে বাঁচার চেষ্টা?"
বেঞ্চের কড়া পর্যবেক্ষণ, “আপনার বক্তব্য অত্যন্ত অশোভন। আপনি যে ভাষা ব্যবহার করেছেন, তা সেনাবাহিনীকে অসম্মান করে। আপনি ক্ষমা চাইলেও আমরা তা গ্রহণ করতে প্রস্তুত নই। সঠিকভাবে ভুল স্বীকার না করে ক্ষমা চাওয়া অর্থহীন।”
'লজ্জা হওয়া উচিত' – সুপ্রিম কোর্ট
বিচারপতি সূর্যকান্ত স্পষ্টভাবে বলেন, “এই মন্তব্যে পুরো জাতি লজ্জিত। আমাদের সেনাবাহিনী নিয়ে আমরা গর্ব করি। অথচ আপনি একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে এমন মন্তব্য করলেন! আপনার লজ্জা হওয়া উচিত।”
তদন্ত করবে তিন সদস্যের SIT
সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত SIT-এ থাকবেন তিনজন অভিজ্ঞ আইপিএস অফিসার, যাঁদের মধ্যে থাকবেন এক মহিলা অফিসারও। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিজয় শাহের মন্তব্য সংক্রান্ত এফআইআরের তদন্তের দায়িত্ব থাকবে এই দলের ওপর।
সাংবিধানিক মর্যাদার প্রশ্নে দৃঢ় অবস্থানে আদালত
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, একজন মহিলাকে এবং তাও একজন সেনা কর্নেলকে নিয়ে এধরনের মন্তব্য দেশের মূল্যবোধ ও সংবিধানের চেতনার পরিপন্থী। তাই এই ঘটনায় আদালত দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে চায়।
সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানির আগে SIT-র প্রথম রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।